কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
পতিত পথ, কাহিনীর হাট। পথিকেরি কাছে ঠাকুমার ঝুলি। কিছু ধূলি-ধূসরিত, কিছু সুরভিত বাট, চারণের গান, চেনা সে গোধূলি।
অমৃতের স্বাদ সেই তো জেনেছে পথের পিরিতে পথে যে ফিরেছে।
No comments:
Post a Comment