Sunday, September 11, 2016

না-শেষ

শেষ বললেই হয় না তো সব শেষ
আকাঙ্ক্ষারা তবু বেঁচে থাকে
ক্ষণিক পরেই পতন হবে জেনেও
শিশির সেই ঘাসেই কিন্তু নামে।

হয়ত, নিমেষ পরে হারিয়ে যাবে তুমি
তাই আমার চাওয়া আজ আরো নির্নিমেষ
নিজের ভেতর ডুবছি আমি আবার,
জানতে পারছি ভালবাসার গভীরতর রেশ।

কালের গর্ভে লুকিয়ে থাকে বীজ
বীজের ফলের ধরণ কে বা জানে
ক্ষুধার্ত যে খায়নি কতকাল
হাত বাড়াবেই, যদি ভুখ কিছু বা কমে।

No comments:

Post a Comment