কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
আকাশ থেকে নামলো বেলুন দগ্ধ শহর; নাশের ফাগুন। পুড়লো ঘর, পুড়লো বাড়ি, ছোট্ট আঙ্গুল করলো আড়ি।
বন্ধ চোখ কোন স্বপ্নে মাখা? বুঝি এমনি ফুরোয় রূপকথারা?
No comments:
Post a Comment