কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
মন মগজের লড়াই নিয়ে লিখতে গিয়ে আজি জানতে পেলুম, মন কিছু নয়, মগজ আসল কাজি। লিম্বিক, পেরিইটাল, টেম্পরালের কারসাজি লোবের ফেরে মানুষ ফেরে, লাগায় দিল-কি-বাজি।
মগজ ধোলাই কোথায় যে হয় জানতে যদি পারি, আজ এখনই সেইখানেতে হত্যে দিয়ে পড়ি।
No comments:
Post a Comment