কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
আর আসিস নে ঝেঁপে, বুকটা ওঠে কেঁপে। খড়কুটোর সে ঘর, উড়িয়ে নিল ঝড়। ছেলে ছিল দস্যি বড়, জলের তলে শান্ত হল! আর কি নিবি বাপ আমার? ক্ষেত, খামার, গাঁ উজাড়।
No comments:
Post a Comment