Saturday, August 4, 2018

খোঁজ

'যুক্তাক্ষরে যুক্ত আখর',
শব্দ খুঁজছে, ভাবনা প্রবল।

নকশি কাঁথা

নকশি কাঁথার একটা নকশা
বুনছি আমি স্বপ্ন রঙে,
নানান কাব্য তার জমিতে
গাঁথছি আমি আপন ঢঙে।

গল্প যখন সাঙ্গ হবে,
উঠবে ফুটে কল্প জগৎ,
জড়িয়ে নিয়ে আমার আদর
হাঁটবে তুমি, সঙ্গ দেবে হিমেল শরৎ।