কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
হবে নির্ভীক হতে, আরো নির্ভীক এখনতো নই তত নির্ভীক। মোহপাশ কিছু, টেনে ধরে পিছু দিনমজুরির দায় মাথা রাখে নীচু। ক্লেদাক্ত মন, শ্রান্ত চরণ নুব্জ স্কন্ধ, মুদ্রার শ্রম আর নিশ্বাসকেই বাঁচা বলে ভ্রম।
এমত জীবন এক নিগ্রহ মনের অতলে দাবানল দাহ।
No comments:
Post a Comment