Saturday, April 11, 2020

আগুন

সিগারেটে মৃদু, নিঃশব্দ টানের মতন
জ্বলে ওঠে আগুন
তামাক, বাড়ি, চিতা - একাকার কেমন!

আগুনের ভস্ম মেখে নব নট
ওমে ভরে নেয় বুক।
ঠোঁটে নিয়ে শলাকা শুধোয় আমায়,
"হবে না কি ভাই, একটু আগুন?"

ধর্মপথ

গলিত শবের মধ্যে দিয়ে মরুতীর্থের পথ,
পূত-গন্ধের মধ্যে নাকি স্বয়ম্ভূ ঈশ্বর।
বিশ্বাসেই তো মিলায় বস্তু, তর্ক করা বৃথা,
ধর্ম-ধ্বজির খড়্গে তাই শান্তি বচন লেখা।