Sunday, May 3, 2020

বিশ শব্দের গল্প #৫

"তোর বাড়িতে আমাদের ব্যাপারটা বলতে পারবি তো?" রমেনের প্রশ্ন। ট্রেন ছাড়ে। কাঞ্চনের কানে মার গলা, "এ মেয়েকে তোর পছন্দ হব্বেই।"

বিশ শব্দের গল্প #৪

মালটার একঘন্টার পরিশ্রম সার্থক! জালটা বেশ টান টান হয়েছে। রোদের আলোয় সেটা চকমকিয়ে উঠছে মাঝে মাঝেই। অনীশের চটি ধেয়ে গেল।

বিশ শব্দের গল্প #৩

নিরালা রাস্তায় যেন মাটি ফুঁড়ে উঠে এল সাদা থানে জড়ানো মূর্তি। কঙ্কালসার হাতে বাটি। অভীককে বলল, 'বাবু, একটু ফ্যান দে।'

বিশ শব্দের গল্প #২

চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ছলাৎ ছল করা গঙ্গার দিকে তাকাল সুমেধ। 'আমি আসছি জয়তী'। ঠিক সেই সময়েই, সূর্য ডুবল।

বিশ শব্দের গল্প #১

অন্ধকারটা বেশ ঘনিয়েছে। ভূতগুলো আসবে না তো? নাঃ, ভূত বলে কিছু নেই। পরেশ নিশ্চিন্তে আলসে থেকে নিজের বিছানায় নেমে এল।