Tuesday, October 19, 2021

ভিজে

আজ আবার ধূসর নদী, ঢুকলো চৌকাঠ পেরিয়ে,
পচা গরমেও মৃত্যুর শীতলতা জেগে থাকে।
আতপের চাল পড়ে থাকে ভিজে মাটি ছুঁয়ে,
রোদ শুষ্কতা এনে দেয় দৃষ্টির ক্ষতে।

গান

হঠাৎ করেই গান ধরেছে আজ হতাশা
তানপুরাতে সপ্তসুরের ধারাস্নান
জীর্ণ বাড়ির দরজা ঘেঁষে সবুজ বাসা
মনের  কোনে দিচ্ছে উঁকি হেলায় রাখা এক অভিমান।

অসুখ

সময়ের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে
ভালো থাকারা পাশ ফিরে শুলো।
যেমন অকিঞ্চিৎকর উপহার মুঠোবন্দী করে
কোন বালক, সংকোচময়তায়।

আজ অমাবস্যা নয়, 
কিন্তু সেই 'মেমো' পায়নি ভূতেদের দল।
কাপুচিনো স্বাদে কড়া, যদি হয়
দুধ কম, এসপ্রেসো পরিমাণে বেশি
তাই সুখ কড়া আর নাড়েনা এ পাড়ায়
কেহ তারে নাহি সহে অ-সুখের কালে।

পদত্যাগ পত্র যদি বা লেখা যায় পত্রপাঠ
সর্বদা সম্ভব নয় তার প্রত্যাহার।
তাই জীবন এক আগ্রাসী ক্ষুধা নিয়ে চেয়ে থাকে
আজন্মকাল।

হঠাৎ

পায়ের তলায় সর্ষে নিয়ে
অবিশ্বাসীর বিশ্বে বাস,
ধারের খাতায় জীবন লিখে
খরচা কাঙাল ইহকাল।