কাব্য জলে নাইতে আসা
তোমায় আবার চাইতে বসা
দুপুর রোদের ঝিলিক মেখে
আমার আবার প্রেমিক হওয়া।
মন-পবনের নাও-এর পালে
লাগলো হাওয়া এই সকালে
শাম্পানে মোর কাব্য-দিস্তে
যুবক হচ্ছে আস্তে আস্তে।
ওই যে রক্ত-চন্দ্র ঝলক
মুগ্ধ, মুক্ত, আঁখির পলক
চাঁদের বুড়ির চরকা যেন
বুনছে নতুন স্বপ্ন কোন।
No comments:
Post a Comment