Sunday, September 11, 2016

বাবা


বাওবাব, বট, বাবা।
ব-এর বর্ণে বলের ঠিকানা।


বয়েসের ঝুরি দেয়াল বেয়ে নামে,
স্মৃতিচারণের ছলে ইতিহাস খোঁড়াখুঁড়ি।
কথায় চলে পানসি শ্রীহট্টের সেই গ্রামে,
দেখি এক সদ্যবালকের মাঠময় ছোটাছুটি।


হাত ধরে চলে আসা বহু পথ,
এ-গলি ও-গলি, কোলকাতা পাড়াময়।
আবার টুকরো ছবি, সিনেমাতে উঁকিঝুঁকি
বইয়ের আড়ালে, কাব্যের আঁকিবুঁকি।


কণ্ঠে জলদমন্দ্র স্বর;
আবৃত্তির অদৃশ্য বৃত্ত রচনা হয়।


ভরসার বুক ফের ছুঁয়ে থাকা।
তোমাকে ঘিরে আমার আবার বালক হওয়া।

No comments:

Post a Comment