Saturday, September 23, 2017

চিত্রকল্প

তথাপি
মেঘেদের দেশে, গৈরিক মেশে সুনীলের মাঝে
তথাপি
জোনাকির ঝাঁপি, তিলেকও জ্বেলে রাখে বাতি
তথাপি
সুর সে যে সুরেলা, তান কভু একতারা
ধরে, বা এস্রাজ নিধুবাবু টপ্পায় বাজে।
তথাপি
রাস্তার বাঁক, থেমে যায় শুনে অমলের ডাক।
তথাপি
কাশফুল-রেলগাড়ি, বাল্যের ছুটন্ত ছবি
তথাপি
গঙ্গার ঘাটে, মাঝিদের বৈঠায় ছন্দেরা জোটে...

সবকিছু এই
শুন্যে অঙ্গুলি হেলনে, চিত্রকল্প লেখা
ছবিদের যাতায়াত, প্রদীপশিখায় নিভৃতের খেলা।

বর্ষা

কথার মাঝে বর্ষা এল, কাজল চোখে,
নির্নিমেষে তাকিয়ে ছিলাম ভিজব বলে।
বর্ষ বাদে স্পর্শ ছিল উষ্ণ প্রেমের,
সময় ছিল, দাঁড়িয়ে যেন একটু দূরে।

"সময় শেষে ছাড়িয়ে নেবে হাতটা তুমি,
রাস্তা আবার ডাকবে তোমায়, চলবে তুমি।"
আমার আদর জবাব ছিল অনুযোগের
মেঘ মল্লার ভাষ্য ছিল সজল চোখে।

ছাড়িয়ে এলাম।
পেরিয়ে এলাম, তার সে গলি, তার সে পাড়া।
আকাশ জুড়ে বর্ষা আজকে বাঁধন ছাড়া।
সিক্ত হয়ে বইছে আজ রাস্তা, সময়, ভুবন ডাঙ্গা,
আর
আবছা করে দৃষ্টি-সীমা,
আমার চোখেও ঝরছে আজ বৃষ্টিধারা।