কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/
কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/
এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
Sunday, September 11, 2016
মগ্নমুগ্ধ
তুমি যখন মগ্ন ছিলে নদীর ধারার কল্পনায়
মেঘের দেশে রাখাল বাঁশি বাজাচ্ছিল মগ্নতায়।
নিঠুর রোদের সরোষ আলো ছড়ায় তোমার কপালময়,
আমি শুধু দেখতে পেলাম এক বালিকা হাস্যময়।
No comments:
Post a Comment