কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/
কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/
এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
Sunday, September 11, 2016
নির্লজ্জ
অন্ধকারে হামলা করে
খোকন, নারী, নির্যাতনে
হাত পাকালে যা হোক বেশ
দৃষ্টি তবু নির্নিমেষ।
লজ্জা তোমার শিকেয় তোলা
পায়ে শেকল, বন্ধ গলা।
হাতই শুধু উন্মুক্ত
কর্ত্রী-ভজা অধীনস্থ।
No comments:
Post a Comment