Thursday, December 19, 2019

তামাম শুদ

হোক না হোলি, দহন আরো
পুড়ুক দেহ, মানব মন ও
শেষের যখন হবেই শুরু
ভব্য হবার দায় কি কারো?

শুন্য থেকে দেখুক জীবন
কেমন করে পিঁপড়ে মরে,
"একদা সব মানুষ ছিল"
ভিন্ন-মা গল্প বলেন।

শাপ

কালো, কুটিল রাত্রি নামুক।
আকাশ গৃধ্র ফেলুক ছেয়ে।
হৃদয় ভস্মে শ্মশান জাগুক।
সব কলরব যাকনা থেমে।