কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
রাতের নির্জনতায় বয় চেনা পথ অচেনা-রূপ। মিশকালো রজনী, অদেখা ছন্দের বাসে আরো দ্রুতগামী; রাত-পরীরাই বোঝে যামিনীর জাম-এর কদর। ভোরেই ভাঙচি, রাত-রতি শেখায় উষ্ণ আদর।
No comments:
Post a Comment