একা পথ গিয়ে মেশে কোথায় কে জানে,
অকুল হয়তবা সে কোন বাঁকেরই সন্ধানে।
স্মৃতিময়, গতিময় শহর ভরে নিয়ে ঘ্রাণে,
পথের চলাচল শুধু সামনের পানে।
পথ কেন নেয় না বিশ্রাম কখনও, কে জানে।
ছুট তার বুঝি কোন সম্পর্কের টানে।
মুসাফির দলে যায় দিল তার বারবার,
পথ তবু পথ চায় পথিকের ফেরবার।
No comments:
Post a Comment