Sunday, December 2, 2018

কাহিনী

একটু উষ্ণতার জন্যে আগুনের কাছে আসা।
একটু উষ্ণতার জন্যে সূর্যরশ্মির অপেক্ষা।
দহন ও ধারণ - এক বিচিত্র আলিঙ্গনে;
জীবনের আলেখ্য পূর্ণ হয় সাপে ও নেউলে।

Saturday, August 4, 2018

খোঁজ

'যুক্তাক্ষরে যুক্ত আখর',
শব্দ খুঁজছে, ভাবনা প্রবল।

নকশি কাঁথা

নকশি কাঁথার একটা নকশা
বুনছি আমি স্বপ্ন রঙে,
নানান কাব্য তার জমিতে
গাঁথছি আমি আপন ঢঙে।

গল্প যখন সাঙ্গ হবে,
উঠবে ফুটে কল্প জগৎ,
জড়িয়ে নিয়ে আমার আদর
হাঁটবে তুমি, সঙ্গ দেবে হিমেল শরৎ।

Sunday, April 29, 2018

কথন

কিছু শব্দের ভিজে দরজা
টেবিলের কাঠে নামেদের মালা
শিশিরের ঘ্রাণও মিঠে, সুরেলা,
অবেলায় বসে ভালবেসে যাওয়া।

খুলে যায় কোন চেনা জানালা
আলোছায়া ঘরে কার ঘোরাফেরা?
মুখেদের ভিড়ে তাকে চিনে নেওয়া,
পুরাতনী গান যেন চুপিসারে শোনা।

Friday, March 9, 2018

ভাঙন

মূর্তিরা সব শব হয়েছে,
শবগুলো সব মূর্তি
হিংসা যখন যুক্তি শানায়
ভাঙনেই তো মুক্তি।

বিমূর্ততাও বিকোয় হেথায়
শান্তি-চুক্তি চিতায়
আগুন শুধু দহন করে
পাবকই তো পোড়ায়।

যম এসেছে পাশের বাড়ি
আমি গড়ছি খামার
সাম্য-সুধার গরল মাদক
অচেত করুক আমায়।