Sunday, September 11, 2016

মাতৃ-প্রতিমা

প্রতিমার মুখ শুধু মা-এরই আদল,
স্নেহাশীষ চুম্বন আদরের ঢল।
মা-এর আঁচলে যে বিশ্ব ভুবন
শান্তি পেয়েছি আমি পল অনুখন।
তর্কের শোণিতে হয়েছে স্নাত
আমাদের কথনের সপ্তকাহনও।
শহরের দূরত্ব বাড়ায় যে ভার,
দূরভাষে স্বান্ত্বনা কন্ঠ তোমার।
একাকিত্বের ব্যথা দূর বিগত,
কণ্ঠের মধুমাস শরতের মত।
বয়েস করেছে বাসা, শীর্ণ কাঠামো,
বিকশিত তবু হাসি কোজাগরসম।
বাল্যের ঘোরাফেরা তোর ছায়াতলে,
দুপুরের রোদ্দুরে আদর সে চুলে।
কতবার ফিরিয়েছি মুখ ক্রুর জেদে,
স্নেহ তবু বর্ষিত, ক্ষমা দুই চোখে।
আগমনী গান বাজে শারদ-গগনে
ছোটবেলা কত স্মৃতি, এই মনে জাগে।
সময় সে বয়ে চলে নদী-ধারা প্রায়,
তোর ডাক আজো বলে, "খোকা, কাছে আয়।"

No comments:

Post a Comment