কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
ঢ্যাংকুড়কুড় ঢাকের সুরে দুগ্গা আসেন বছর ঘুরে। বন্যা, ক্ষোভ আর দলাদলি, এই নিয়েই আলোয় চলি। কাশের দোলন, শরৎ শিশির, কুমোরটুলি আঁচড় তুলির। এরই মধ্যে পড়ছে মনে, ছোট্টবেলা, ফুর্তি প্রাণে মন্ডপেতে হত্যে দেওয়া, কাব্য-গানে মাতাল হওয়া।
No comments:
Post a Comment