Thursday, August 6, 2020

অক্ষমতা

তুলসীপত্র হাতে জন্মেছিলে কি কালো রাতে?
কোথা থেকে আনো এত বিশ্বাস?
আমার নৌকো ভেসে যায় খরস্রোতে,
আমার চাঁদ সর্বদা ছায়াময়।
আমার গল্পে লক্ষ্মীপেচকও ফেলে দীর্ঘশ্বাস।
যে সবল নখর তার অবহেলে জিনেছিল ক্ষুধা
সেও আজ পড়ে আছে ব্যর্থ, কবলিত হুতাশ।

এ কাব্য অক্ষম আজ তোমায় দিতে কোন স্বাদ
বর্জ্য যদি তবে বর্জ, পোড়াও, হানো বজ্রাঘাত।