ঘনঘোর ঘনঘটা গগনে জাগি উঠে,
দ্রিমি দ্রিমি তালে বাজে বাদল ডম্বরু;
চকিতে চমকি দামিনী আঁখি মেলে,
এ কোন উল্লাসে দামাল হল তরু!
নৃত্য পটিয়সী, অঙ্গে মূর্চ্ছনা
ধায় স্রোতস্বিনী সে, যুবতী ললনা।
স্বভাব চঞ্চল বাতাস সে উন্মাদ,
ছিন্ন করি ফিরে তপন-তপ্ত, রুক্ষ জটাজাল।
বর্ষা সমাগম দূর দিগন্তরে
এ কল্প কবি বুনে, নিমেষে মন্তরে।
(ভাবছিলাম জাভেদ আখতার সাহেবের 'ঘনন ঘনন' -এর প্রথম স্তবকটা কীভাবে অনুবাদ করা যায় কথার খেলাগুলো মাথায় রেখে। বাকিটা তারপর অবশ্যি আমার কল্পনা। হায়দারাবাদে এখন বৃষ্টি পড়ছে না। আনন্দ-বর্ষা শুধু মনে।)
No comments:
Post a Comment