Saturday, July 25, 2020

বৃষ্টির ছাঁট

বৃষ্টিরা সব ঝাঁপিয়ে এল কালকে রাতে
জানলা-কপাট সপাট আঘাত গ্রিলকে করে।
তীব্র ছিল আলিঙ্গনের দাপট তখন,
নবাব-শহর পায়ের তলায় লেপ্টে রাখে
স্মৃতির মানিক, অলি-গলির গল্প অনেক
নাট্য-কাব্য; সিক্ত বাসে হূরের দলও গজল বোনে।

বর্ষাতুলি এমনি আঁকে রূপকথাদের
গাড়িরে চাকার তুফান ভেজায় শৈশবকে।
গাছের পাতার আঁজলা পানির ফিসফিসানি
'বইতে থাকুক ধারার শ্রাবণ অভিমানিন।  

No comments:

Post a Comment