Monday, July 27, 2020

বাংলা

এ কোন আখর, এত লাল!
কে ঢেলেছিলে এত স্নেহ জোছনার মত?
সেদিন পেয়েছিল কি ধারাস্নান মাটির সে গাল?
কোন বর্ণের পরিচয়ে উদ্বেল ছিলে নিয়ে এত ক্ষত?

কণ্ঠ উজাড় করে আউড়েছ সহজ সে পাঠ
কোকিলও শুনেছিল ভুলে চেনা কলরব।
আরো ঢালো রঙিন সে বসন্ত, হে বিরাট
অর্ঘের স্মৃতিতে জাগুক ভালবাসা, ভাষার স্ব-রব।

No comments:

Post a Comment