পায়ের তলার মাটিটা যেন কেমন
আশ্রয় দেয় না মোটে
তপ্ত কয়লা পায়ের তলে যেমন
ফোস্কা ভাগ্যে অমনি খালি জোটে।
বহূদূরের পথ যে আমার ভাই
গ্রামের নামটি আমার ভাসানপুর
কাজের দেশে কাজ তো আর নাই
ঘরের কুয়ো অভাব সমুদ্দুর।
শুনিয়েছিল হরেন কাকা আমায়
কারা না কি চাইত ভাতের ফ্যান।
আমার ছেলে উদাত্ত দাবি জানায়
হবেই না কি সে কমপ্ল্যান ম্যান।
No comments:
Post a Comment