Thursday, July 16, 2020

বারিশ

পশলার বৃষ্টিতে ধুয়ে গেছে
এ শহর, নুয়ে গেছে
গাছ, মাটি, আর যত স্থিরতা।
বয়সের ভার স্নাত, চকমকে দৃঢ়তা।
আজ সব ধুয়ে সাফ
সব খুন আজ মাফ
মোর শহরকে ছাপিয়েছে ছলছল
স্নেহভরা বাদরা সে, স্নিগ্ধ, কী টলমল।
কোথা আছ বাহিরাও
মোর সাথে ভিজি লও
শহরের আঙ্গনে বাদরা, মন প্রাণ মতওয়ালা
তাল সুর মধুমাখা, উপচায় প্রকৃতির পিয়ালা।
আজ শ্যাম বাঁশি লয়, আজ নট নাচি যায়
পার্বতী, রাধিকা, সেই তাল শিখি লয়
বারিধারা সুর তোলে সব নদী তান ধরে
বর্ষার পারাবারে সকলে ভাসিতে চাহে
মোর শহরকে ভাসায়েছে ভরসা
মোর শহরের অঙ্গনে জুটিয়াছে, বরষা।

No comments:

Post a Comment