Thursday, December 10, 2020

অবক্ষয়

কাঠামো ভেসে যায়, শরীরে লাগে জল
মূর্তি বদলায়, অসীমে মরুস্থল।
প্রাপ্য জীবনের শ্বাস যা বুঝে নেয়
বলিরেখাগুলি তবে বুঝি জীবনে সঞ্চয়।
হয়তো কোন কাক ফিরে বসে দাঁড়ে
মরকালে লাগে রোগ, যম কি 'রা' কাড়ে?
নিছক শব্দের জালে না পড়ে ধরা
বহতা মিছিলের ক্লেদ বা বিবমিষা।
অমানিশা যদি বা সফেন আগ্রাসী
চাঁদ তো গগনে নিছকই বনবাসী। 
স্তুতি তুমি দান কর কারে হে যাজ্ঞিক?
অবলা তবু সবে, তথাপি প্রান্তিক।
ব্যর্থ লিপিকার কাগজে আঁক কষে
নিভেছে দেউটি, জ্বলন শুধু বিষে।
-কোলাজে প্রকাশিত ২০২০

No comments:

Post a Comment