Thursday, December 10, 2020

চাঁদের পাহাড়

একটা কালো কাঁচের বয়াম আর 
তাতে রয়েছে একমুঠো স্বপ্ন।
হাত পাত, দেখ
তোমার হাতে নেমে আসছে তারা, 
যেমন নক্ষত্রপথ বেয়ে নামে আলোকরেণু, কিংবা
কোন শীতকালের দুপুরে পিঠের মাঝে
পরশ রাখে সূর্যরশ্মির মিঠে নরম হাত।

এবার মুষ্ঠিবদ্ধ করে হাতভর্তি স্বপ্ন নিয়ে
চল যাই রিখটারসভেল্ডে
সঙ্গী থাক একটা তাঁবু আর একগোছা
পাকান সাহস।
না খুব পক্ক না,
একটু নরম, একটু দামাল
কিন্তু অনেকটা লড়াকু
যা দিয়ে উঠব একাধিক সম্ভাবনার পাহাড়।

কিংবা
চল দেশে ফিরে যাই।
এই কালান্তক সময়ে,
প্রান্তরের পর প্রান্তর,
পেরিয়ে মরু কান্তার,
দুর্গম গিরিপথ ঘুরে
চল, যাই।
'পেটে বড় ক্ষিদে বাপ! আর কত দূরে রে গাঁ?'

তবে শুধু জেন এ সেই স্টেশন নয়
যেখানে
চাবুক শরীর নিয়ে জেগে উঠেছিল মাম্বা।
এ আরো বিষাক্ত, বন্ধুর পথ
এ পথ স্বপ্ন-ছলনার।
আজ যদি শুই একটু আগুনের আঁচ নিয়ে
গল্পছলে,
অসীম আকাশপটতলে,
চোখে নেমে আসে তিমিরগাঢ় ঘুম,
তবে রাতগাড়ি তুলে নেবে আমাদের
অতর্কিতে।

সকালের বার্তা কয়ে দেবে
আমাদের ব্যর্থ অভিযানের ভঙ্গুর যাত্রাক্লিষ্ট কথা।

No comments:

Post a Comment