কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
কিছু শব্দের ভিজে দরজা টেবিলের কাঠে নামেদের মালা শিশিরের ঘ্রাণও মিঠে, সুরেলা, অবেলায় বসে ভালবেসে যাওয়া।
খুলে যায় কোন চেনা জানালা আলোছায়া ঘরে কার ঘোরাফেরা? মুখেদের ভিড়ে তাকে চিনে নেওয়া, পুরাতনী গান যেন চুপিসারে শোনা।
No comments:
Post a Comment