কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
মূর্তিরা সব শব হয়েছে, শবগুলো সব মূর্তি হিংসা যখন যুক্তি শানায় ভাঙনেই তো মুক্তি।
বিমূর্ততাও বিকোয় হেথায় শান্তি-চুক্তি চিতায় আগুন শুধু দহন করে পাবকই তো পোড়ায়।
যম এসেছে পাশের বাড়ি আমি গড়ছি খামার সাম্য-সুধার গরল মাদক অচেত করুক আমায়।
No comments:
Post a Comment