Tuesday, October 19, 2021

অসুখ

সময়ের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে
ভালো থাকারা পাশ ফিরে শুলো।
যেমন অকিঞ্চিৎকর উপহার মুঠোবন্দী করে
কোন বালক, সংকোচময়তায়।

আজ অমাবস্যা নয়, 
কিন্তু সেই 'মেমো' পায়নি ভূতেদের দল।
কাপুচিনো স্বাদে কড়া, যদি হয়
দুধ কম, এসপ্রেসো পরিমাণে বেশি
তাই সুখ কড়া আর নাড়েনা এ পাড়ায়
কেহ তারে নাহি সহে অ-সুখের কালে।

পদত্যাগ পত্র যদি বা লেখা যায় পত্রপাঠ
সর্বদা সম্ভব নয় তার প্রত্যাহার।
তাই জীবন এক আগ্রাসী ক্ষুধা নিয়ে চেয়ে থাকে
আজন্মকাল।

No comments:

Post a Comment